লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলেকট্রিক বিল, আসুন জেনে নিই ইলেকট্রিক বিল কমানোর কিছু উপায়ঃ
তাপপ্রবাহ, গরমে সবাই হাঁসফাঁস করছে। শরীরে ঠান্ডা রাখতে বাড়িতে দিবারাত্র চালাতে হচ্ছে ফ্যান, এসি, কুলার। ওদিকে মিটারে চড়চড়িয়ে ইউনিট উঠছে। ফলস্বরূপ মাসের শেষে বা তিন মাসের শেষে যখন হাতে বিদ্যুতের বিল আসছে তখন এসির মধ্যেও স্বস্তির বদলে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অথবা যাঁদের প্রিপেইড স্মার্ট মিটার আছে তাদের রিচার্জ করার কয়েকদিনের মধ্যেই ব্যালান্স শেষ হয়ে যাচ্ছে।
তাহলে আসুন জেনে নিই যে কি কি উপায় অবলম্বন করলে ইলেকট্রিক বিলের অতিরিক্ত বোঝা কিছুটা হলেও কমানো যাবে।
ইলেকট্রিক ওয়্যারিং চেকঃ
 |
ইলেকট্রিক ওয়ারিং চেক করার সরঞ্জাম |
আপনার বাড়ির ইলেকট্রিক ওয়ারিং যদি দশ বছরর বেশি সময় অতিক্রম করে থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাহায্যে বাড়ির ইলেকট্রিক লাইন পরীক্ষা করান। ইলেকট্রিক লাইনে কোথাও শর্ট হচ্ছে কিনা এবং MCB গুলি ঠিকমতো ট্রিপ করছে কিনা এগুলোও পরীক্ষা করানো দরকার। লাইনে শর্ট থাকলে ইলেকট্রিক বিল অস্বাভাবিক বেশী হয়।
ফাইভ স্টার রেটিংঃ
 |
ফাইভ স্টার রেটিং - ছবিটি নেওয়া হয়েছে https://www.peda.gov.in থেকে |
বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিকস সামগ্রী কেনার সময় বিদ্যুৎ সাশ্রয়ী ফাইভ স্টার রেটিং যুক্ত ইলেকট্রনিকস সামগ্রী কিনুন। এতে ইলেকট্রিক বিলে অনেক সাশ্রয় হবে। যদি কোনো কারণে ফাইভ স্টার সামগ্রী না পাওয়া যায় তাহলে 3 অথবা 4 স্টার রেটিং যুক্ত সামগ্রী কেনা যেতে পারে। যে ইলেকট্রনিকস ডিভাইসগুলি বেশী সময় ধরে চলে (যেমন টিভি, ফ্যান, এসি, কুলার, ফ্রিজ, ইনভার্টার ইত্যাদি) সেগুলি অবশ্যই ফাইভ স্টার ★★★★★ রেটিং যুক্ত হওয়া উচিত।
পুরোনো ইলেকট্রনিক্স সামগ্রীঃ
 |
Samsung Refrigerator Convertible 5in1
|
গৃহস্থালী পুরোনো ইলেকট্রনিক্স সামগ্রীগুলি চালাতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। ফলে এই পুরোনো ইলেকট্রনিক্স সামগ্রীগুলি দশ অথবা পনেরো বছর অন্তর বদল করে নতুন ইলেকট্রনিক্স সামগ্রী কেনা প্রয়োজন।
সার্ভিসিংঃ
একটি নিদিষ্ট সময় অন্তর অন্তর আপনার বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রীগুলির সার্ভিসিং করান। প্রতি বছর গরমের শুরুতে বাধ্যতামূলক ভাবে এসি, কুলার, ফ্যানের সার্ভিসিং করাতে হবে। ফ্রিজ, ইনভার্টার, ওয়াশিং মেসিনের ক্ষেত্রে দুই-তিন বছর অন্তর সার্ভিসিং করাতে হবে। নিয়মিত সার্ভিসিং করালে যন্ত্রগুলির কার্যক্ষমতা বাড়বে এবং বিদ্যুতের যথেষ্ট সাশ্রয় হবে।
তাপমাত্রা নিয়ন্ত্রনঃ
 |
রিমোট দিয়ে এসির তাপমাত্রা পরিবর্তন করা হচ্ছে This image is created by Leonardo AI |
ঘরে এসি চালিয়ে গায়ে লেপ কম্বল জড়িয়ে দার্জিলিং বা গ্যাংটক ভ্রমণের সুখ নেওয়ার অভ্যাস অনেকেরই আছে। বিদ্যুতের বিল কমাতে চাইলে এই আরামদায়ক অভ্যাস ত্যাগ করতে হবে। ঘরে এসির তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রীর মধ্যে রাখুন। রাতে ভারী বৃষ্টি হলে ভোরের আগে এসি বন্ধ করে ফ্যান ব্যাবহার করুন।
এল ই ডি বাল্বঃ
এলইডি বাল্ব ব্যাবহার করলে বিদ্যুতের অনেক সাশ্রয় হয়। যদিও সাধারণ ফিলামেন্টের বাল্বের তুলনায় এলইডি বাল্বের দাম বেশী। কিন্তু অতিরিক্ত বিদ্যুতের বিলের বোঝা কমাতে বাড়িতে এলইডি বাল্ব ব্যাবহার করুন।
বিএলডিসি ফ্যানঃ
 |
BLDC Fan
|
এখন মার্কেটে বিএলডিসি ফ্যানের চাহিদা বেশী। এই ফ্যানে কম ওয়াটের ডিসি মোটর থাকে। ফলে এই ফ্যান চালাতে বিদ্যুতের খরচ এসি মোটরে চলা ফ্যানের তুলনায় অনেক কম হয়।
সুইচ অফ করুনঃ
যে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যাবহার করছেন না তার সুইচ অফ রাখুন। যদি সেই ইলেকট্রনিক্স ডিভাইস নিয়মিত ব্যাবহার না করা হয় তাহলে ওটার প্লাগ সকেট থেকে খুলে রাখুন। দিনের বেলায় প্রয়োজন ছাড়া ঘরে আলো জ্বালিয়ে রাখবেন না। ঘরের জানলা খোলা রাখুন বাইরে থেকে প্রাকৃতিক আলো ঘরে আসতে দিন। বাড়ির বাইরে বেরোনোর আগে লাইট, ফ্যান, এসি এগুলো বন্ধ করে বের হবেন।
সোলার ইনভার্টারঃ
 |
সোলার প্যনেল লাগানোর কাজ চলছে |
সৌরবিদ্যুৎ দিয়ে এসি, কুলার, ফ্যান, লাইট চালানোর জন্য বাড়িতে ইনভার্টার সহ সোলার প্যানেল বসান। বাড়িতে সোলার প্যানেল বসানো খরচসাপেক্ষ হলেও একবার বসাতে পারলে প্রায় দশ বছর পর্যন্ত বিশাল অঙ্কের বিদ্যুতের বিলের টাকা সাশ্রয় করা যেতে পারে। এমনকি নিজের বাড়ির প্রয়োজন মেটানোর সাথে সাথে সোলার প্যানেল দিয়ে উৎপন্ন অতিরিক্ত বিদ্যুৎ, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে বিক্রি করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন