আরো বেশী সংখ্যক মানুষ বিদেশে স্থানান্তরিত হবে - জানা দরকারি - Jana Dorkari | Online Bengali News portal

Breaking

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

আরো বেশী সংখ্যক মানুষ বিদেশে স্থানান্তরিত হবে

যে কারণ গুলির জন্য আগামী কয়েক বছরের মধ্যেই ভারত থেকে আরো বেশী সংখ্যক মানুষ বিদেশে স্থানান্তরিত হবে  

ডিজিটাল ডেস্ক, শিলিগুড়ি, 21-ডিসেম্বর-2024: 

Image source: Leonardo AI

2024 সাল শেষ হতে মাত্র কয়েকদিন বাকি। বছরের শুরুতে আমরা দেখেছি যে বিশ্বের জিডিপি র তালিকায় পঞ্চম স্থানে ছিল। দেশের মান্যগণ্য ব্যাক্তিরা দাবি করেছিলেন  যে যেভাবে আর্থিক উন্নতি হচ্ছে তাতে আগামী দুই তিন বছরের মধ্যে ভারত বিশের জিডিপি তালিকায় তৃতীয় স্থান লাভ করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে প্রতি বছর বিপুল সংখ্যক নাগরিক আমাদের দেশ থেকে স্থায়ীভাবে বিদেশে চলে যাচ্ছেন বা চলে যাওয়ার পরিকল্পনা করছেন। কেন বিশাল সংখ্যক দেশের নাগরিক বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছেন সেই বিষয়ে নিয়ে  আলোচনা।


অর্থনৈতিক কারণঃ এক্ষেত্রে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ ভারতের ট্যাক্স ব্যাবস্থাকে দায়ী করছেন। ক্রমবর্ধমান মুল্যবৃদ্ধির যুগে বিভিন্ন ধরনের ট্যক্স প্রদানের দায়িত্বভার অনেক মধ্যবিত্ত এবং ব্যাবসায়ীদের কাছে বোঝা হয়ে দাড়িয়েছে। ফলে অনেক উদ্দ্যোগপতি এবং ব্যাবসায়ীরা তাদের ব্যাবসার প্রধান কেন্দ্র বিদেশে সরিয়ে নিচ্ছেন। 

পারিবারিক এবং সামাজিক সংকটঃ নতুন এবং নবীন প্রজন্মদের কাছে তাদের পারিবারিক এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গুলো ক্রমশই কমে যাচ্ছে। নতুন এবং নবীন প্রজন্মদের কাছে বৈবাহিক সম্পর্কে তৈরীর প্রতি আগ্রহ ক্রমে হারিয়ে যাচ্ছে।  সবাই নিজের মত করে একাকী থাকতে চাইছে। ফলে তাদের মধ্যে বিরাট একটা অংশ বিদেশে স্থানান্তরিত হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে।

উচ্চশিক্ষার উদ্দেশ্যেঃ  আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা লাভ এবং গবেষণার উদ্দেশ্যে প্রতি বছর অসংখ্য ছাত্র-ছাত্রী বিদেশে চলে যাচ্ছেন। এছাড়া ভারতে মেডিক্যাল কলেজে পড়ার জন্য সীমিত সংখ্যক আসন থাকায় প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী ডাক্তারি শিক্ষার জন্য বিদেশে চলে যান। 

জীবিকাঃ উপযুক্ত জীবিকার অভাব, কর্মস্থল থেকে ছাঁটাই ইত্যাদি আজ শুধুমাত্র ভারতের সমস্যা নয়। এটা সারা পৃথিবীর শ্রমশক্তিকে কম বেশি প্রভাবিত করে। জীবিকার অভাব, জীবিকাক্ষেত্রে অনিশ্চয়তা, খারাপ কর্মসংস্কৃতি, কম স্যালারি প্যাকেজ ইত্যাদি কারণে অনেক তরুণ তরুণী দেশ ত্যাগ বিদেশে অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দিচ্ছে।

জলবায়ু সংকটঃ আধুনিক বিশ্বে এক অন্যতম হুমকি জলবায়ু সংকট। এই সংকট এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যেখান থেকে পৃথিবীকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। বিগত কয়েক বছর ধরে ভারতে সরাসরি জলবায়ু সংকটের প্রভাব দেখা দিচ্ছে। যেমন পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধ্বস ইত্যাদি। জলবায়ু সংকট এবং বিশ্ব উষ্ণায়ন এর ফলে হিমবাহ এবং সুমেরু কুমেরু অঞ্চলের জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। ফলে ভারতের উপকূল অঞ্চলের জনপদ তাদের বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হবে।

অন্যদিকে অপরিকল্পিত নগর পরিকল্পনা এবং নগর উন্নয়নের ফলে ভারতের বিভিন্ন শহরে প্রতিবছর বায়ুদূষণের প্রত্যেক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যার বাস্তব উদাহরণ হলো দিল্লী। এবছর অক্টোবর মাসের পর থেকে সেখানে বায়ুদূষণ মারাত্বক আকার ধারণ করেছে। দূষিত বায়ু স্বাস্থ্যের ওপরে দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব ফেলতে পারে। 

জলবায়ু সংকট মোকাবিলা নিয়ে উপযুক্ত পরিকল্পনা এবং পদক্ষেপ এখন থেকেই নেওয়া শুরু না হলে আগামী দিনে জলবায়ু সংকটের কারণে ভারত থেকে বেশী সংখ্যক মানুষ বিদেশে স্থানান্তরিত হবেন। 

---

ভারত আগামী দিনে বিশ্বের মধ্যে সবথেকে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। কিন্তু এই দেশে উন্নতির পথে সবথেকে বাধা হয়ে দাঁড়ায় সমাজ, রাজনীতি এবং প্রশাসনে উপযুক্ত পরিকল্পনা এবং পরিচালনার অভাব। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে আগামীদিনে ভারতের উন্নত রাষ্ট্র হিসাবে প্রকাশ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে

কোন মন্তব্য নেই: