বাবা ভাঙ্গার এই ভবিষ্যতবাণীগুলি শুনলে আপনি চমকে যাবেন - জানা দরকারি - Jana Dorkari | Online Bengali News portal

Breaking

শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

বাবা ভাঙ্গার এই ভবিষ্যতবাণীগুলি শুনলে আপনি চমকে যাবেন

বাবা ভাঙ্গার এই ভবিষ্যতবাণীগুলি মনে অজানা ভয় এবং শিহরণ সৃষ্টি করে 

pink-globe-which-is-used-in-astrology


ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের সুবাদে আজ বাবা ভাঙ্গার কথা সকলেই জানেন।  তিনি শৈশব থেকেই অন্ধ ছিলেন। তা সত্ত্বেও এই বুলগেরিয়ান ভাববাদী ভবিষ্যৎ-দ্রষ্টা বাবা ভাঙ্গা এমন কিছু ভবিষ্যতবাণী করে গেছিলেন তা ভবিষ্যতে অনেকটা মিলে গিয়েছিলো।


Baba-Bhanga-future-predictor
বাবা ভাঙ্গা (ছবি গুগোল ইমেজ থেকে সংগ্রীহীত) 


যেমন আমেরিকায় 9/11 হামলা সম্পর্কে বহু আগেই পূর্বাভাষ দিয়েছিলেন। তিনি আমেরিকা, ইউরোপ এবং রাশিয়া সম্পর্কে অনেক পূর্বাভাস দিয়েছিলেন। এছাড়া আগামী দিনের পৃথিবীর অবস্থা কি হতে পারে সে সম্পর্কেও ভবিষ্যতবাণী করেছিলেন।

আসুন বাবা ভাঙ্গার বিশেষ বিশেষ ভবিষ্যতবাণী গুলি সম্পর্কে জেনে নিই -

সাল 2025:
পৃথিবীজুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। ইউরোপ মহাদেশের দেশগুলিতে বিধ্বংসী সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর ফলে ইউরোপে জনসংখ্যার পরিবর্তন হতে পারে। বিপুল সংখ্যক জনসংখ্যার মাইগ্রেশন হতে পারে। 
2025 সাল থেকেই মানুষের ব্যাবহার এবং চরিত্রে কিছু পরিবর্তন আসবে যা মানবতা পতনের সূচনা করবে।

সাল 2028:
পৃথিবীর বাইরের গ্রহ সম্পর্কে মানুষের আগ্রহ বাড়বে। বাবা ভাঙ্গা দাবি করেছেন যে ওই বছরে মানুষ শুক্র গ্রহে পৌছাবে। পৃথিবীতে শক্তির চাহিদা বাড়বে। শুক্র গ্রহে নতুন শক্তির উৎস খোঁজ শুরু হবে। 

সাল 2033:
সারা পৃথিবী জুড়ে জলবায়ুর বিরাট পরিবর্তন দেখা যাবে। যা পৃথিবীর প্রতিটি প্রান্তকে প্রভাবিত করবে। বাবা ভাঙ্গা আরও ভবিষ্যতবাণী করেছেন যে ওই সময়ে পৃথিবীর মেরু অঞ্চলের বরফের চাদর গলে যাবে এবং এর ফলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। 

সাল 2076:
মানুষ কি ধীরে ধীরে পুঁজিবাদের ওপরে আস্থা হারিয়ে ফেলবে? বাবা ভাঙ্গার মতে 2076 সালের মধ্যেই সারা পৃথিবী জুড়ে কমিউনিজম ছড়িয়ে যাবে। 

সাল 2130:
মহাকাশবিজ্ঞানের উন্নতি চরম শিখরে পৌছাবে।বাবা ভাঙ্গা বলেছেন যে ওই বছরেই মানুষ পৃথিবীর বাইরের প্রাণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে।

সাল 2170:
জলবায়ুর চরম পরিবর্তন দেখা যাবে। বাবা ভাঙ্গা পূর্বাভাস দিয়েছেন যে ওই বছরে সারা পৃথিবী জুড়ে ভয়ানক খরা দেখা যাবে। এমনকি পানীয় জলেরও সঙ্কট দেখা দিতে পারে।

সাল 3005:
এর মধ্যেই পৃথিবীর কিছু মানুষ মঙ্গলগ্রহে বসতি স্থাপন করা শুরু করে দেবে। পৃথিবীর অনেক এলাকা মানববসতির অযোগ্য হয়ে উঠবে। বাবা ভাঙ্গার মতে পৃথিবী এবং মঙ্গলগ্রহের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে।

সাল 3797:
মানুষের অতিরিক্ত লোভ, দায়িত্বহীনতা এবং প্রযুক্তির ওপর অতি নির্ভরশীলতা পৃথিবীর মানবজাতির বিপদের কারণ হয়ে উঠবে। বাবা ভাঙ্গা ভবিষ্যতবাণী করেছেন যে ওই বছর থেকেই পৃথিবী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হতে শুরু করবে। পৃথিবীর বিশাল সংখ্যক জনগোষ্ঠী ভিন গ্রহে চলে যেতে চাইবে। এছাড়া এই সময় থেকেই মঙ্গল এবং শুক্র গ্রহের বায়ুমন্ডলে আশ্চর্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে।

সাল 5079:
বাবা ভাঙ্গার মতে মানবসভ্যতা এবং জীবসভ্যতা পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। কারণ হয়তো অন্য কোনো গ্রহ বা গ্রহাণুর ধাক্কায় পৃথিবীর অস্তিত্ব বিলুপ্ত হবে। অথবা হয়তো 2024 সালের শুক্র গ্রহের মত পৃথিবীও সেই সময় একটি ভীষণ উষ্ণ গ্রহে পরিণত হবে। 

কোন মন্তব্য নেই: