যে কারণগুলির জন্যে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে - জানা দরকারি - Jana Dorkari | Online Bengali News portal

Breaking

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

যে কারণগুলির জন্যে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে

কেন আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে?

মোবাইলের ব্যাটারি চার্জ হচ্ছে
Thanks to Freepik.com

ফুল চার্জড মোবাইলকে নিয়ে  কিছুক্ষণ ব্যাবহার করতেই চার্জ একবারে কমে গিয়ে 10% এর নীচে নেমে যায়। কেন আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে এ নিয়ে কিছু সম্ভাব্য কিছু কারণ নীচে আলোচনা করা হয়েছে

ইনবিল্ট মোবাইল ব্যাটারি
Thanks to Tyler Lastovich

(i) ব্যাটারির সমস্যাঃ

মোবাইলের ব্যাটারি পুরোনো হয়ে গেলে এর ব্যাকআপের ক্ষ্মতা কমে যায়। এছাড়া ব্যাটারিতে শট সার্কিট হলে অথবা ব্যাটারি ফুলে উঠলে ব্যাটারির ব্যাকআপ ক্ষমতা অনেক কমে যায়। 

কিছু কিছু অ্যাপ অতিরিক্ত ব্যাটারি খরচ করে
Thanks to AS Photography

(ii) ব্যাটারি ড্রেইনঃ

কিছু কিছু জনপ্রিয় মোবাইলে অ্যাপ্লিকেশন যেগুলো ব্যাবহার করার সময় মোবাইলের ব্যাটারির অতিরিক্ত ডিসচার্জ হয় যেমন মোবাইল গেমস, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রীমিং ইত্যাদি। 

মোবাইলের IC বদলানো হচ্ছে
Thanks to Tima Miroshnichenko

(iii) মাদারবোর্ডের ফল্টঃ

সাধারণত মোবাইলের পার্টসগুলি মাদার বোর্ডের ওপরে লাগানো থাকে। এই মাদার বোর্ডের শট সার্কিট হলে মোবাইলের ব্যাটারির অতিরিক্ত ডিসচার্জ হয়।

সোশ্যাল মিডিয়ায় মগ্ন
Thanks to  Los Muertos Crew

(iv) ওয়াইফাই ব্যাবহারঃ

বর্তমান যুগে প্রায় 90% শতাংশ মোবাইল ব্যাবহারকারী Wifi ব্যাবহার করে থাকেন। ওয়াইফাই সিগন্যাল অনুসন্ধান করার সময় ব্যাটারির অতিরিক্ত ডিসচার্জ হয়। এছাড়া রাউটার থেকে মোবাইলের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির ব্যাকআপ কমে যাওয়ার হার বৃদ্ধি পায়।

পাবলিক প্লেসের ওয়াইফাই
Thanks to Samson Katt

(iv) দ্রুতগামী যানবাহনঃ

 দ্রুতগামী যানবাহন যেমন বাস, ট্রেনে করে যাওয়ার সময় মোবাইল কোম্পানির টাওয়ারের সঙ্গে মোবাইলের দূরত্ব ক্রমাগত পরিবর্তন হয়। এই সময় মোবাইল ইন্টারনেট ব্যাবহার করলে মোবাইলের ব্যাটারির অতিরিক্ত ডিসচার্জ হয়।