জেন ওয়াইদের মুখস্ত বিদ্যার পরিবর্তে উদ্ভাবনী ক্ষমতার ওপরে জোর দেওয়া উচিত
![]() |
image source: freepik.com |
জেন ওয়াইদের মধ্যে অধিকাংশের এখন সমস্যা দেখছি তাঁরা ক্রম পরিবর্তনশীল অর্থনীতি, সমাজিক চাহিদা, প্রযুক্তি, শিক্ষা ইত্যাদির পরিবর্তনকে মেনে নিতে পারছেন না। তাঁরা তাদের পূরাতন ধারণাকে ভিত্তি করে এগোতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছেন। যেন জেন ওয়াইরা তাদের এই পরিপূর্ণ যৌবনের সময়ে নিজেদের মানসিকভাবে বার্ধক্যের তালিকায় নথিভুক্ত করে নিচ্ছেন।
তাহলে এখন অনেকের মনে প্রশ্ন ওঠে যে জেন ওয়াই যারা অনেকসময় 90's নামেও পরিচিত, তাদের কি করার কিছুই নেই? তাঁরা কি এভাবেই হতাশার গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যাবে?
![]() |
Image Source: freepik.com |
জেন ওয়াইদের সবথেকে বড় লড়াই করতে হবে তাদের মনের বিরুদ্ধে। নিজের মনের মধ্যে লড়াই করা ভীষণ কঠিন। এতে অনেকসময় মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে। কিন্তু জেন ওয়াইদের তাদের মনের মধ্যে জমে থাকা আরামদায়ক অবস্থা (কমফোর্ট জোন) গুলির বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করতে হবে। তারপরে নিজের মনকে বারবার এইভাবে প্রশিক্ষণ দিতে হবে যে "এখনো সব কিছু শেষ হয়ে যায় নি। আমি চেষ্টা করলে এখনো অনেককিছু শিখে নিজেকে দক্ষ করে তুলতে পারবো"
জেন ওয়াইদের সময় সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিটি মুহুর্তকে একজন দক্ষ ব্যাক্তির মত কাজে লাগাতে হবে। এখন থেকেই জেন ওয়াইরা আত্নসচেতন হয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে, তবে তাঁরা আগামীদিনে নিশ্চয়ই তাঁরা সফল হবেন এবং আর্থিকভাবে অনেকবেশী স্বাবলম্বী হবেন