জেন ওয়াইদের মুখস্তবিদ্যা বনাম উদ্ভাবনী ক্ষমতা - জানা দরকারি - Jana Dorkari

Breaking

Search


সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

জেন ওয়াইদের মুখস্তবিদ্যা বনাম উদ্ভাবনী ক্ষমতা

জেন ওয়াইদের মুখস্ত বিদ্যার পরিবর্তে উদ্ভাবনী ক্ষমতার ওপরে জোর দেওয়া উচিত

ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি, নভেম্বর 11,2024

image source: freepik.com

ভারতের অধিকাংশ মিলেনিয়ালসর এবং জেন ওয়াই প্রজন্ম এক অজানা গন্ডীর মধ্যে ফেঁসে গেছেন। তাদের সময়ে স্কুল কলেজের শিক্ষাব্যাবস্থায় মুখস্তবিদ্যাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে কলেজ ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে অধিকাংশ শিক্ষিত জেন ওয়াই এখনও আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন নি।

জেন ওয়াইদের মধ্যে প্রচুর ধৈর্য্য শক্তি আছে, তাঁরা সমাজ এবং রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে পছন্দ করেন। কিন্তু তাদের অধিকাংশের ক্ষেত্রেই সমস্যা হলো মুখস্তবিদ্যার কারণে কম বয়সেই তাদের দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা বর্তমানে আধুনিক বিশ্বের কাজের জগতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য নয়। ফলে জেন ওয়াইয়ের মধ্যে বেকারত্ব বাড়ছে এবং সেই সঙ্গে হতাশা। 

জেন ওয়াইদের মধ্যে অধিকাংশের এখন সমস্যা দেখছি তাঁরা ক্রম পরিবর্তনশীল অর্থনীতি, সমাজিক চাহিদা, প্রযুক্তি, শিক্ষা ইত্যাদির পরিবর্তনকে মেনে নিতে পারছেন না। তাঁরা তাদের পূরাতন ধারণাকে ভিত্তি করে এগোতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছেন। যেন জেন ওয়াইরা তাদের এই পরিপূর্ণ যৌবনের সময়ে নিজেদের মানসিকভাবে বার্ধক্যের তালিকায় নথিভুক্ত করে নিচ্ছেন। 

তাহলে এখন অনেকের মনে প্রশ্ন ওঠে যে জেন ওয়াই যারা অনেকসময় 90's নামেও পরিচিত, তাদের কি করার কিছুই নেই? তাঁরা কি এভাবেই হতাশার গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যাবে?

Image Source: freepik.com

জেন ওয়াইদের সবথেকে বড় লড়াই করতে হবে তাদের মনের বিরুদ্ধে। নিজের মনের মধ্যে লড়াই করা ভীষণ কঠিন। এতে অনেকসময় মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে। কিন্তু জেন ওয়াইদের তাদের মনের মধ্যে জমে থাকা আরামদায়ক অবস্থা (কমফোর্ট জোন) গুলির বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করতে হবে। তারপরে নিজের মনকে বারবার এইভাবে প্রশিক্ষণ দিতে হবে যে "এখনো সব কিছু শেষ হয়ে যায় নি। আমি চেষ্টা করলে এখনো অনেককিছু শিখে নিজেকে দক্ষ করে তুলতে পারবো"

জেন ওয়াইদের সময় সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিটি মুহুর্তকে একজন দক্ষ ব্যাক্তির মত কাজে লাগাতে হবে। এখন থেকেই জেন ওয়াইরা আত্নসচেতন হয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে, তবে তাঁরা আগামীদিনে নিশ্চয়ই তাঁরা সফল হবেন এবং আর্থিকভাবে অনেকবেশী স্বাবলম্বী হবেন 



Blogger দ্বারা পরিচালিত.